স্পোর্টস ডেস্ক : পাঁচ বছরের প্রেমের পথচলা রূপ পেল পরিণয়ে। রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর রাজধানী মোড় এলাকায় কনের বাড়িতে ঘরোয়া আয়োজনে এ বাগদান সম্পন্ন হয়। ঘরোয়া এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বর-কনে দুজনের বাড়িই খুলনায়। রাবেয়া আক্তার প্রীতি খুলনার সরকারি বিএল কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। প্রীতির বাবা বেলাল হোসেন পেশায় একজন চাকরিজীবী। আর প্রীতি দুই ভাইয়ের ছোটবোন।
ইংল্যান্ডে আগামী মে মাসের শেষ দিকে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে জুলাইয়ের মাঝামাঝিতে। মিরাজ বলেন, বিয়ের অনুষ্ঠান করবো বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।
মিরাজের বন্ধু বিপুল আইচ বলেন, আমরা ৯-১০ জন কনের বাড়িতে গিয়েছি। বাগদান সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের পর বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
তবে মিডিয়াকর্মীরা অভিযোগ করেছেন, মিরাজ জাতীয় দলের তারকা হওয়ায় তার বাগদানের খবর শুনে সেখানে গেলেও মিডিয়াকর্মীদের এড়িয়ে চলা হয়েছে।