স্পোর্টস ডেস্ক : বিয়ের হিড়িক পড়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে। এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের তিন ‘ম’। মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক।
বিয়ে করছেন দ্যা ফিজ খ্যাত মোস্তাফিজ। আগামী শুক্রবার বিয়ে। আর এ উপলক্ষে মোস্তাফিজের কেনাকাটাও শেষ। মোস্তাফিজের বিয়েটি হচ্ছে ঘরোয়াভাবেই। পাত্রীর বাড়ি সাতক্ষীরায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কাটার মাস্টার মোস্তাফিজুরের। অভিষেকেই ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বে। ফিজ এখন পর্যন্ত খেলেছেন ৪৩ ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।
এছাড়া জাতীয় দলের আরেক ‘ম’ মুমিনুল হক বসতে যাচ্ছেন বিয়ের পিড়িতে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পাত্রী ফারিহা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের সম্মান শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী। দু’জনের মধ্যে দীর্ঘ ৫ বছরের প্রেম। দু’পরিবারের সম্মতিতে দু’জনের বাগদান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও মুমিনুলের ঘনিষ্ঠ সূত্র জানায় বাগদান নয়, কথাবার্তা পাকা হয়েছে। আগামী এপ্রিলে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ঢাকা এবং কক্সবাজার দু’জায়গাতে হবে বিয়ের অনুষ্ঠান।
অন্যদিকে আজকেই বিয়ে করতে যাচ্ছেন বিয়ের কাজটা সেরে ফেলবেন মেহেদি মিরাজ। আগেই আলোচনায় ছিলো, নিউজিল্যান্ড থেকে ফিরেই বিয়ে করবেন তিনি। তবে নিউজিল্যান্ডের ভয়াবহ অভিজ্ঞতার পর দেশে ফিরে এই বিষয়ে আর কাউকে জানানোর মতো পরিবেশ ছিলো না বললেই চলে।
দেশে ফিরেই মিরাজ চলে যান নিজের বাড়ি খুলনায়। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল)। এবার সেখানেই সেরে ফেলছেন আকদের অনুষ্ঠান। পাত্রীর নাম রাবেয়া আখতার প্রীতি। প্রায় অর্ধযুগের জানা শোনাই রুপ নিচ্ছে বিয়েতে।
পারিবারিক সূত্রে জানা যায়, একেবারেই ঘরোয়া পরিবেশে হবে এই আকদ। বিশ্বকাপের পর দিনক্ষণ দেখে বিয়ে পরবর্তী অনুষ্ঠান করা হবে।
এর আগে গত শনিবার জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই সাব্বিরের আকদ হয়। তার স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীতে।
বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’
সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে স্থিতিশীলতা আনতে ও স্বচ্ছন্দে এগিয়ে নিতে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকে সাব্বিরকে পরামর্শ দিয়েছেন বিয়ে করতে। তাঁর বাবা-মায়েরও একই চাওয়া ছিল।