ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শুভ জন্মদিন তামিম ইকবাল

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক :  তিনিই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান কিনা? তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে তামিম ইকবালই যে তিন ফরমেটে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান, তাতে এতটুকু সন্দেহ নেই। কারণ টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি; তিন ফরমেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তার।

১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো পরিবারে জন্ম নেওয়া তামিমের পিতা প্রয়াত ইকবাল খান ছিলেন একজন ক্রীড়া সংগঠক। চাচা আকরাম খান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির একজন পরিচালক। বড় ভাই নাফিস ইকবালও বাংলাদেশ জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। চট্টগ্রামের কাজীর দেউড়ীতে জন্ম নেওয়া ছোট্ট সেই তামিম এখন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা।

এখন পর্যন্ত তিন ফরমেটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। খেলেছেন ৫৮টি টেস্ট, ১৮৯ ওয়ানডে আর ৭৫টি টি-টোয়েন্টি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটেই সেঞ্চুরি আছে তার। মোট সেঞ্চুরি ২১টি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট ছাড়াও বিদেশের বিভিন্ন লিগে খেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দেশসেরা এই ব্যাটসম্যানের জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অভিনন্দন জানিয়েছে। দৈনিক আলোর জগত পত্রিকার পক্ষ থেকেও তামিমকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শুভ জন্মদিন তামিম ইকবাল

আপডেট টাইম : ০২:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯

স্পোর্টস ডেস্ক :  তিনিই বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান কিনা? তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে তামিম ইকবালই যে তিন ফরমেটে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান, তাতে এতটুকু সন্দেহ নেই। কারণ টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি; তিন ফরমেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান তার।

১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো পরিবারে জন্ম নেওয়া তামিমের পিতা প্রয়াত ইকবাল খান ছিলেন একজন ক্রীড়া সংগঠক। চাচা আকরাম খান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির একজন পরিচালক। বড় ভাই নাফিস ইকবালও বাংলাদেশ জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। চট্টগ্রামের কাজীর দেউড়ীতে জন্ম নেওয়া ছোট্ট সেই তামিম এখন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রাণভোমরা।

এখন পর্যন্ত তিন ফরমেটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। খেলেছেন ৫৮টি টেস্ট, ১৮৯ ওয়ানডে আর ৭৫টি টি-টোয়েন্টি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটেই সেঞ্চুরি আছে তার। মোট সেঞ্চুরি ২১টি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট ছাড়াও বিদেশের বিভিন্ন লিগে খেলে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

দেশসেরা এই ব্যাটসম্যানের জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অভিনন্দন জানিয়েছে। দৈনিক আলোর জগত পত্রিকার পক্ষ থেকেও তামিমকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা।