আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে চার হাজারের বেশি মানুষ।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউনুগরোহ সাংবাদিকদের বলেন, গত রবিবার পাপুয়া প্রদেশে বন্যায় ৫১ জন নিহত এবং আরো ৭৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
এছাড়া এর প্রদেশের রাজধানী জয়াপুরায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহত হয়েছে আরো সাতজন।
প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সেন্টানি। রবিবার সকালে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে ড়েলে ওই ভূমিধস হয়।
বন্যা ও ভূমিধসের কারণে পাপুয়ায় দু সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক প্রশাসন।
ওই প্রদেশের বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে চার হাজারের বেশি লোকজনকে সরিয়ে আনা হয়েছে। তাদের সাময়িক ত্রাণ শিবিরে আশ্রয় দেয়া হয়েছে। ওইসব এলাকাগুলোতে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।