ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পিএসজিকে কাঁদিয়ে শেষ আটে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক :   অবিশ্বাস্য এক গল্প লিখল ম্যানচেস্টার ইউনাইটেড। নাটকীয়ভাবে পিএসজিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিল ইংলিশ জায়ান্টরা। গতকাল বুধবার রাতে পিএসজির মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ম্যানইউ। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল ওলে গুনার সুলশারের শিষ্যরা। এদিন তাদের ৩-১ গোলের জয়ে দুই লেগ মিলে ফল দাঁড়ায় ৩-৩। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শেষ আটে ওঠে যায় ম্যানইউ। বিদায় নিতে হয় টমাস টুখেলের পিএসজিকে।

ম্যানইউয়ের পক্ষে এদিন জোড়া গোল করেছেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। অন্য গোলটি মার্কাস রাশফোর্ডের। পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেন জুয়ান বার্নেট।

চোটের কারণে নেইমার মাঠের বাইরে চলে গেছেন। এদিনসন কাভানিও চোটে। এই দুজনকে ছাড়াই ম্যানইউয়ের মাঠে দারুণ গল্প লিখে জিতেছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে কাজটা ঠিকঠাক করতে পারল না। যে জন্য ভাগ্যকে কিছুটা দুষতে পারে তারা। যোগ করা সময়ে ডি-বক্সের ভেতরে হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার দেওয়াটাই কাল হয় পিএসজির।

ভিআর- এর সাহয্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি মার্কাস রাশফোর্ড। তার আগে রোমেলু লুকাকুর দ্বিতীয় গোল আদায় করে নেওয়ার জন্য নিজেকে দায় দিতে পারেন পিএসজি গোলক্ষক জিয়নলুইজি বুফন। ৩০ মিনিটে তার হাত ফসকে বল বেরিয়া যাওয়ার পরই ফিরতে শটে বল জালে জড়িয়ে দেন লুকাকু। ম্যাচের ২ মিনিটে তিনি আদায় করেন নিজের প্রথম গোল। যে জন্যও নিশ্চিতভাবে পিএসজি দায় দেবে নিজেদের।

মরিয়া পিএসজি শেষ মুহূর্তে কাভানিকে নামিয়েও ফল পায়নি। নেইমার মাঠের বাইরে বসে শুধুই ছটফট করলেন। দলের বিদায় নিশ্চিত হওয়ার মুহূর্তে পারলে চোট নিয়েই যেন ব্রাজিলিয়ান তারকা মাঠে নেমে পড়েন।

পিএসজিকে যে ম্যাচে খারাপ লেখেছে তা মোটেও নয়। বরং ফল যতোই তাদের পক্ষে না আসুন, মাঠে দাপট ছিল তাদেরই বেশি। ৭২ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সেটিই প্র্রমাণ করে। গোলমুখে ম্যানইউ যেখানে শট নিতে পেরেছে ৫টি, সেখানে ১২ টি শট পিএসজির। লুকাকুর গোলে ২ মিনিটেই পিছিয়ে পড়ার পর ১২ মিনিটেই খেলায় সমতাও আনে ফ্রেঞ্চ।

কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত সহায় ছিল না তাদের। তাই গত দুই মৌসুমের ধারাবাহিতকা ধরে রেখে পিএসজি বিদায় নেয় শেষ ষোলোতেই। তার ম্যানইউ গড়ে ইতিহাস। লাল কার্ডের জন্য খেলতে পারেননি পল পগবা। তারপরও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে হোম ম্যাচে দুই বা তার বেশি গোলে হারার পরও জায়গা করে নেয় পরের রাউন্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

পিএসজিকে কাঁদিয়ে শেষ আটে ম্যানইউ

আপডেট টাইম : ০২:৩৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯

স্পোর্টস ডেস্ক :   অবিশ্বাস্য এক গল্প লিখল ম্যানচেস্টার ইউনাইটেড। নাটকীয়ভাবে পিএসজিকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিল ইংলিশ জায়ান্টরা। গতকাল বুধবার রাতে পিএসজির মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ম্যানইউ। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল ওলে গুনার সুলশারের শিষ্যরা। এদিন তাদের ৩-১ গোলের জয়ে দুই লেগ মিলে ফল দাঁড়ায় ৩-৩। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শেষ আটে ওঠে যায় ম্যানইউ। বিদায় নিতে হয় টমাস টুখেলের পিএসজিকে।

ম্যানইউয়ের পক্ষে এদিন জোড়া গোল করেছেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। অন্য গোলটি মার্কাস রাশফোর্ডের। পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেন জুয়ান বার্নেট।

চোটের কারণে নেইমার মাঠের বাইরে চলে গেছেন। এদিনসন কাভানিও চোটে। এই দুজনকে ছাড়াই ম্যানইউয়ের মাঠে দারুণ গল্প লিখে জিতেছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে কাজটা ঠিকঠাক করতে পারল না। যে জন্য ভাগ্যকে কিছুটা দুষতে পারে তারা। যোগ করা সময়ে ডি-বক্সের ভেতরে হ্যান্ডবল থেকে পেনাল্টি উপহার দেওয়াটাই কাল হয় পিএসজির।

ভিআর- এর সাহয্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি মার্কাস রাশফোর্ড। তার আগে রোমেলু লুকাকুর দ্বিতীয় গোল আদায় করে নেওয়ার জন্য নিজেকে দায় দিতে পারেন পিএসজি গোলক্ষক জিয়নলুইজি বুফন। ৩০ মিনিটে তার হাত ফসকে বল বেরিয়া যাওয়ার পরই ফিরতে শটে বল জালে জড়িয়ে দেন লুকাকু। ম্যাচের ২ মিনিটে তিনি আদায় করেন নিজের প্রথম গোল। যে জন্যও নিশ্চিতভাবে পিএসজি দায় দেবে নিজেদের।

মরিয়া পিএসজি শেষ মুহূর্তে কাভানিকে নামিয়েও ফল পায়নি। নেইমার মাঠের বাইরে বসে শুধুই ছটফট করলেন। দলের বিদায় নিশ্চিত হওয়ার মুহূর্তে পারলে চোট নিয়েই যেন ব্রাজিলিয়ান তারকা মাঠে নেমে পড়েন।

পিএসজিকে যে ম্যাচে খারাপ লেখেছে তা মোটেও নয়। বরং ফল যতোই তাদের পক্ষে না আসুন, মাঠে দাপট ছিল তাদেরই বেশি। ৭২ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সেটিই প্র্রমাণ করে। গোলমুখে ম্যানইউ যেখানে শট নিতে পেরেছে ৫টি, সেখানে ১২ টি শট পিএসজির। লুকাকুর গোলে ২ মিনিটেই পিছিয়ে পড়ার পর ১২ মিনিটেই খেলায় সমতাও আনে ফ্রেঞ্চ।

কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত সহায় ছিল না তাদের। তাই গত দুই মৌসুমের ধারাবাহিতকা ধরে রেখে পিএসজি বিদায় নেয় শেষ ষোলোতেই। তার ম্যানইউ গড়ে ইতিহাস। লাল কার্ডের জন্য খেলতে পারেননি পল পগবা। তারপরও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে হোম ম্যাচে দুই বা তার বেশি গোলে হারার পরও জায়গা করে নেয় পরের রাউন্ডে।