আলোর জগত ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে দু’দল মাদকবিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সাজু (৩৫) নামে একজন নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজীপুরের মুন্সিপাড়া স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও আনুমানিক ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত সাজুর বিরুদ্ধে গাংনী থানায় মাদক বিক্রির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সাজু কাজীপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার বজলুর রহমানের ছেলে।
তিনি জানান, মুন্সিপাড়ায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি বন্ধ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর এলাকাবাসীর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা হয়।