আলোর জগত ডেস্ক : রাজধানীর ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর। সদর দফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে সভাপতি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ইন্সপেক্টর (ওসি মিডিয়া) শাহজাহান শিকদার। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেবেন।
শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক (ঢাকা) সালেহ উদ্দিন, কমিটির সদস্য মিরপুর জোনের প্রধান আনোয়ার হোসেন, মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কুতুব উদ্দিন এবং ওয়্যার হাউজ ইন্সপেক্টর ওলিউল্লাহ।
এদিকে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে মিরপুর ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযানে আজ বৃহস্পতিবার দুপুরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো- নূরে আলমের মেয়ে তিন মাসের শিশু ইয়াসিমন ও চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময়।
উল্লেখ্য, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে ভাসানটেক বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।