ডি এ তায়েব বলেন, আমার নতুন সিনেমার কাহিনি সন্ত্রাসজগতের গল্প নিয়ে। সিনেমায় মানবতার গল্প পাবেন দর্শক। হল মালিকদের মধ্যে সিনেমাটি নিয়ে বেশ উৎসাহ দেখেছি।
‘অন্ধকার জগত’ সিনেমাতে তায়েব-মাহি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ, যুবরাজ শামীমসহ আরও অনেকে।
সিনেমার গল্পে অপরাধ সম্রাজ্যের ডন থাকেন নায়ক ডি এ তায়েব। আর নায়িকা মাহি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার ভুমিকায়।