আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুনে লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।
সেন্ট্রাল দিল্লির করোল বাগে হোটেলটি অবস্থিত। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।