নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাব-৭। আজ শনিবার ৭টার দিকে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাসটিতে অভিযান চালায় র্যাব সদস্যরা। র্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।