কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুর এমপি কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সদ্য যোগদানকৃত দাউদকান্দি উপজেলার ইউএনও আরাফাতুল আলম।
শুক্রবার নবনির্বাচিত সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা দাউদকান্দির পৌরসভার ঈদগাঁস্থ উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং শান্তি, নিরাপদ ও স্মার্ট দাউদকান্দি-তিতাস গড়ার লক্ষ্যে মুসল্লিদের নিকট দোয়া চান। পরে তিনি দাউদকান্দির মডেল মসজিদে নামাজ আদায় করতে আসা সমাজের বিভিন্নস্তরের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে মডেল মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে মৃতদের মাগফিরাতের জন্য মোনাজাত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির, নিজাম, আরিফসহ আরো অনেকে।