ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ব্রাজিলের হৃদয় ভেঙে রিয়ালেই থাকছেন আনচেলত্তি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

আগেই গুঞ্জন ‍উঠেছিল ব্রাজিলে যাওয়া হচ্ছে না কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়নের সেই গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। অথচ কাতার বিশ্বকাপের পর থেকে এক বছরেরও বেশি সময় সেলেসাওরা প্রধান কোচ নিয়োগ দেয়নি। এই হেভিওয়েট কোচ পেতে দীর্ঘদিনের অপেক্ষায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ব্রাজিলিয়ানদের হৃদয় ভেঙে আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গেই থাকছেন।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা বলছে, রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। আনচেলত্তির অধীনে পাঁচ সিজনে রিয়াল সবমিলিয়ে ১০টি শিরোপা জিতেছেন। যেখানে ২টি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও কোপা দেল রে এবং একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা উঠেছে তার হাতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

ব্রাজিলের হৃদয় ভেঙে রিয়ালেই থাকছেন আনচেলত্তি

আপডেট টাইম : ০৭:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

আগেই গুঞ্জন ‍উঠেছিল ব্রাজিলে যাওয়া হচ্ছে না কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়নের সেই গুঞ্জন অবশেষে সত্যি হয়েছে। অথচ কাতার বিশ্বকাপের পর থেকে এক বছরেরও বেশি সময় সেলেসাওরা প্রধান কোচ নিয়োগ দেয়নি। এই হেভিওয়েট কোচ পেতে দীর্ঘদিনের অপেক্ষায় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ব্রাজিলিয়ানদের হৃদয় ভেঙে আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গেই থাকছেন।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা বলছে, রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। আনচেলত্তির অধীনে পাঁচ সিজনে রিয়াল সবমিলিয়ে ১০টি শিরোপা জিতেছেন। যেখানে ২টি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও কোপা দেল রে এবং একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা উঠেছে তার হাতে।