রাজধানীতে ‘একতরফা’ ভোট বর্জনের আহ্বান জানিয়ে বের করা গণতন্ত্র মঞ্চের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে দুই পক্ষের ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান মঞ্চের বেশ কয়েকজন নেতা। এসময় পুলিশ হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ তুলেছে গণতন্ত্র মঞ্চ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য শেষে নেতাকর্মীরা মিছিল শুরু করতে গেলে বাধা দেয় পুলিশ । এ সময় পুলিশের হামলায় মঞ্চের বেশ কয়েকজন নেতকর্মী আহত হন। এছাড়া, সমাবেশস্থলে আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিছিলে কয়েক দফায় বাধা ও ব্যানার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমম্বয়ক ইমরান ইমন ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ। সভা সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
জানা গেছে, গণতন্ত্র মঞ্চের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর মতিঝিল থেকে ধূপখোলা পর্যন্ত গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গণসংযোগ শুরুর আগে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।