নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানকে (নিখিল) তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা বিষয়টি জানিয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি ও যুগ্ম মহানগর দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিকী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে এ সংক্রান্ত নোটিশ দিয়েছেন।
এতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনি ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং- ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পূর্বানুমতি ব্যতীত গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মিরপুর হযরত শাহআলী মাজার এর মূল ফটকের ভিতরে নির্বাচনী সমাবেশ করেন। পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে নেতাকর্মী সমর্থকদের বসার জন্য মাজার চত্বরে মূল ফটকের অভ্যন্তরে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয় ও এতে কয়েক হাজার নেতাকর্মীরা যোগ দেন।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সভা শেষে আপনি দলীয় প্রতীক নৌকার সমর্থনে স্লোগানমুখর নেতা-কর্মীদের নিয়ে গাবতলী অভিমুখে সড়কে প্রদক্ষিণ করেন। এতে ওই মাজার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একইদিনে এই কমিটির অনুসন্ধানকালে দেখা যায় যে, আপনার পক্ষে রূপনগর আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ও গাবতলী বাস টার্মিনাল এলাকার হোটেল আরিফ আবাসিক এর ভবনে ও সম্মুখভাগে নির্ধারিত মাপের চেয়ে বড় আকৃতি রঙ্গিন ও বহু সংখ্যক ব্যক্তির ছবি সম্বলিত ব্যানার টানিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
ঘটনা দু’টি যথাক্রমে বিষয়োক্ত বিধিমালার বিধি ৬(খ)/৬(গ)/৬ (ঘ)/১১(খ) ও ৭(৩)/৭ (৪)/ ৯(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিহিত ব্যবস্থা গ্রহণ নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট কেন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী ২৩ ডিসেম্বর ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে আপনার ব্যাখ্যা উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।