ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান (২৪)।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর খুলশী থানার দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি গাড়িতে মশাল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িটির চালক ও সহকারী দগ্ধ হন। তবে গাড়িটির আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত নিভিয়ে ফেলা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে গত ৩ ডিসেম্বর খুলশী থানার আহ্বায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিল করেন। গত ৩১ অক্টোবর নগরের দামপাড়ায় গরীবউল্লাহ শাহ বাস কাউন্টার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনাও হৃদয় ও তার সহযোগীরা ঘটিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান (২৪)।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর খুলশী থানার দামপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা রিল্যাক্স পরিবহনের একটি গাড়িতে মশাল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িটির চালক ও সহকারী দগ্ধ হন। তবে গাড়িটির আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুত নিভিয়ে ফেলা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন বলেন, নগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে গত ৩ ডিসেম্বর খুলশী থানার আহ্বায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিল করেন। গত ৩১ অক্টোবর নগরের দামপাড়ায় গরীবউল্লাহ শাহ বাস কাউন্টার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনাও হৃদয় ও তার সহযোগীরা ঘটিয়েছিলেন।