আলোর জগত ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে। আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনারগাঁও পৌরসভার বাঘানগর এলাকার মোমেন, ব্রাহ্ম ন্দী ইউনিয়নের মারওয়ারদী এলাকার শহিদুল্লাহ ও মাইক্রোবাসচালক রাজু। অপরজনের পরিচয় জানা যায়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলাম জানান, ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। তাদের বাড়ি আড়াইহাজারের বলে তৎক্ষণাৎ জানা গেছে।