ধামরাইয়ে সদ্যবদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি চলে যাওয়ার আগেই স্কুলের যায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু করেছেন । এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজ মঙ্গলবার (৫ই ডিসেম্বর)সকাল থেকে।
ধামরাই উপজেলার কালামপুর এলাকা অনেক বছর যাবত ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের যায়গা অবৈধ ভাবে দখল করে বহুতল ভবন নির্মান করেছিলেন স্থানীয় দলিল লেখক বদু মুক্তার। ওই বিল্ডিং হলি জেনারেল হাসপাতালে হিসেবে ভাড়া দিয়ে আসছিলেন তিনি। স্কুল কৃর্তিপক্ষ একাধিক বার নোটিশ দিলেও কোন তোয়াক্কা করেন নি অবৈধ দখলদার বদু মুক্তার।
উপজেলা নির্বাহী অফিসার (UNO) এর সাহসী উদ্যোগে অবশেষে উদ্ধার হল এই যায়গা।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ উপজেলা অফিসার আমাদেরকে কোনপ্রকার নোটিশ দেয়নি। আমাদের সকালবেলা দুই ঘন্টা আগে এই হাসপাতাল ছেড়ে চলে যেতে বলেছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলেছিল কয়েকদিন আগে। ২ ঘন্টার ভিতরে আমাদের হাসপাতালের এত মালামাল এবং রোগী সরানো আমাদের জন্য খুবই কষ্টদায়ক আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়া রুগিরা জানান, আজ সকলে আমার মেয়ে সিজারে বাচ্চা হয়েছে। এখন দুই ঘন্টা পর কোথায় যাবে আমার মেয়ের ক্ষতি হয়েগেলে কে দায়বার নিবে।
ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের কতৃপক্ষ বলে,এ জমিতে নির্মাণ করা চারতলা হাসপাতালসহ প্রায় ৭০ শতক জমি আমাদের। তাই আমরা নোটিশ দিয়ে ছিলাম কিন্তু হাসপাতালের মালিক যায়নি।