শুক্রবার (১ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার দিনব্যাপী মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ান করবেন। পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
শুক্রবার বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারীর নীতি-আদর্শ ও বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও আলোকপাত করবেন।
বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৩-৪৪ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় আড়াই সহস্রাধিক আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।
জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), সহযোগী পরিচালক ও শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), সহকারী পরিচালক ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা কবীর আহমদ (দা.বা.), সহযোগী শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা আহমদ দীদার কাসেমী (দা.বা.)সহ জামিয়ার অন্যান্য সকল মুহাদ্দিসীনে কেরামের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।
এ বিষয়ে জামিয়ার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.) জানান, পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ৩০ নভেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ১ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাচাই সাপেক্ষে পাগড়ি গ্রহণের টোকেন দেওয়া হবে।
তিনি আরো জানান, টোকেনধারী গত বছরের ফারেগীন আলেমগণকে প্রথম দফায় বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে। মাহফিলের দিন বাদ ইশা দ্বিতীয় দফায় গত বছরের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার আগামী শুক্রবারের বার্ষিক মাহফিল উপলক্ষে প্রস্তুতিমূলক সকল কাজ সম্পন্ন হওয়ার পথে। ইতিমধ্যে বিশাল সামিয়ানা টানানোসহ মাঠপ্রস্তুতির কাজ শেষ হয়েছে। মাইক লাগানোর কাজ চলছে। মাহফিল উপলক্ষ্যে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।