অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য গত ২০ নভেম্বর দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা প্রধান নির্বাচক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়াহাব রিয়াজের। এই দলে হারিস রউফকে চেয়েছিলেন ওয়াহাব। কিন্তু রউফের সম্মতি না থাকায় তাকে দলে রাখা হয়নি।
মূলত এই সময়ে তিনি বিগ ব্যাশে খেলতে চান। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন এই পেসার। তবে টেস্ট না খেললেও সহসাই তাকে এনওসি দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ১১ ডিসেম্বরের আগে অনাপত্তি পত্র পাওয়া হচ্ছে না রউফের। তার একটা কারণও আছে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ আসরে খেলানোর জন্যই রউফকে এনওসি দিচ্ছে না দেশটির বোর্ড। শুধু রউফই নন বিগব্যাশের অনাপত্তি পত্র পাননি পাকিস্তানের আরও দুই ক্রিকেটার উসামা মীর ও জামান খান। রউফের ক্ষেত্রে বোর্ডের কিছুটা অন্তকোন্দল থাকলেও বাকি দুই ক্রিকেটার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পর নিশ্চিতভাবেই এনওসি পাবেন।
বিগব্যাশের এবারের আসর শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ জানুয়ারি। এদিকে পাকিস্তানের নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি থেকে।