দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতীক নৌকা নিয়ে নিজ এলাকায় আসার পথে গণমানুষের ভালবাসায় আবারো সিক্ত হলেন ভালুকার গণমানুষের নেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
২৮ (নভেম্বর ) মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পথে প্রান্তরে হাজার-হাজার নৌকা প্রেমী নারী পুরুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে, কেউ ফুল দিয়ে কেউ বা বুকভরা আবেগে জরিয়ে ধরে প্রিয় নেতার প্রতি ভালবাসার অনুভূতি প্রকাশ করেন। মহাসড়কের ৭কিলোমিটার পথ যেন দীর্ঘ হতে থাকে ক্রমান্বয়ে প্রিয় মানুষ গুলোর সান্নিধ্যে, একটু একটু করে বড় হতে থাকে চির চেনা রাজ পথে জয় বাংলা, নৌকা আর ‘ধনু ভাই ”শ্লোগানের কন্ঠ ধ্বনি । উন্নয়ন জোয়ারের গান আর হাজার-হাজার কন্ঠে নৌকার প্রতিধ্বনি ভালুকাবাসীর হৃদয় ছুঁয়ে ছিলো যেন নতুন রুপে আরও একবার।
আবারো ভোটের মাঠে নৌকা পাগল গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের নৌকার মাঝি,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে সন্ধ্যায় ভালুকা সরকারী কলেজ মাঠে ঐতিহাসিক জনসভায় আপাময় ভালুকার সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে তিনি তার বক্তব্যে বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমার চলার শক্তি ও সাহস ,আপনাদের ভালবাসায় আজ আমি সিক্ত,জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই, ঋন শোধ করতে চাই ,আপনারা আমাকে সব সময় কাছে টেনে নিবেন।
ভালুকাবাসীর প্রিয় এই নেতা আবারো তার বক্তব্যে সুন্দর ভালুকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন । সেই সাথে সমাজ থেকে অন্যায় অনাচার দুর করে সমৃদ্ধশীল ও পরিবেশ বান্ধব শিল্প নগর গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন এবারের নির্বাচন আমাদের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আসুন সবাই মিলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেই তাহলেই আমরা একটি সুন্দর ভালুকা গড়তে সক্ষম হবো।
পরে তিনি দলীয় সকল নেতা কর্মীদের মান অভিমান ভূলে নৌকা বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে তার ভূল ট্রুটি গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন।