বিএনপি জামাতের হরতাল, অবরোধ ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপির নেতৃত্বে মতলব দক্ষিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার মতলব- বাবুরহাট-পেন্নাই সড়কের পানির ট্যাংকি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি আরম্ভ হয়ে মতলব সেতুর দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
এতে আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব উত্তর উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধান, যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।