ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহীতে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মহানগরীর হাইটেক পার্ক এলাকায় আই বাঁধের সামনে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির আনুমানিক বয়স পাঁচ বছর। তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন সকালে রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক এলাকার আই বাঁধের পাশে পদ্মা নদীতে পাঁচ বছরের এক মেয়েশিশুর লাশ ভাসতে দেখে। স্থানীয় লোকজনের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি পচে গিয়েছিল।
রাজশাহী মহানগরীর নৌ-পুলিশ ফাঁড়ির ইউনিটের প্রধান ওবাইদুল হক বলেন, ওই শিশুর লাশ দেখে চেনার উপায় নেই। ১০ থেকে ১২ দিন আগে হয়তো শিশুটি মারা গেছে। প্রাথমিক সুরতহালে বোঝার উপায় নেই যে শিশুটিকে কেউ মেরে ফেলেছে, নাকি পদ্মায় ডুবে মারা গেছে।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নৌ-পুলিশ মামলাটির তদন্ত করবে।