ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
পদ্মায় পানি বৃদ্ধির ফলে বাঘার চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে করে চরাঞ্চলের ফসলী জমি নদীগর্ভে বিলিন হওয়া-সহ প্রায় ১৪ হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করেছে। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় সহ স্থানীয় সাংসদ, উপজেলা প্রশাসন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে সরকারি এবং ব্যাক্তি উদ্যোগে তিন দফা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে বানভাসিদের মাঝে । সর্বশেষ আজ বুধবার (২৫-আগষ্ট)ে ফর ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মনিরুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু ।
চরাঞ্চলের চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম জানান, গত প্রায় তিন সপ্তাহ ধরে চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে তাঁর ইউনিয়নের প্রায় ১৪ হাজার মানুষ-সহ গড়গড়ি ইউনিয়নের পাঁচ শত পরিবার। এ ছাড়াও পদ্মার ক্রমাগত ভাঙ্গনে প্রায় ৯ শ’বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। তবে এই মুহুর্তে ভাঙ্গন নেই। এখন শুধু থৈ-থৈ পানি। অনেকেই ঘরের মধ্যে চৌকির পরিবর্তে বাঁসের ঘুটি দিয়ে মাঁচান করে সেখানে বসবাস করছেন। আবার অনেকেই ঘর-বাড়ি ভেঙ্গে উচু জায়গায় গিয়ে বাড়ি করেছেন। এমতাবস্থায় দেখা দিয়েছে খাদ্য সংকট।
স্থানীয় লোকজন জানান, বাঘার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়ন। বর্তমানে এই ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষ পানিবন্দী। ইতোমধ্যে অত্র এলাকার একাধিক মসজিদ সহ পানির মধ্যে অবস্থান করছে ৯ টি প্রাথমিক বিদ্যালয় এবং ২ টি মাধ্যমিক বিদ্যালয়-সহ প্রায় সাড়ে তিন হাজার পরিবার। এর মধ্যে গত শুক্রবার অত্র ইউনিয়নের এক থেকে তিন পর্যন্ত মোট তিনটি ওয়ার্ডের পাঁচ’শ পরিবারের মাঝে বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মনিরুজ্জামান। এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার সয়াবিন,এক কেজি লবন, এক কেজি চিনি,এক কেজি পেঁয়াজ ও দুই কেজি আটা । এবার তার সাথে যোগ হয়েছে দুই কেজি আলু।
চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবলু দেওয়ান জানান, সরকারি ভাবে প্রথম দফায় পাঁশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পর স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ-দলীয় নেতা-কর্মীরা চরাঞ্চলে পনেরো(১৫)শ’ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন।
এ ছাড়াও মঙ্গলবার রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিনুর ইসলাম সজল পররাষ্ট প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলার প্রত্যান্ত চরাঞ্চলে বন্যাত্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বুধবার(২৫-আগষ্ট)বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে সরকারি ত্রাণ সামগ্রীর অংশ হিসাবে গড়গড়ি ইউনিয়নে পানিবন্দী আড়াইশ (২৫০)পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মনিরুজ্জামান-সহ গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ঐ ইউনিয়ন আলীগের সভাপতি প্রæভাষক আনিচ্ছুজ্জামান সহ আরো অনেকে।
চরাঞ্চলের ত্রাণ পাওয়া রহিমা বেগম ও গোলাম মোস্তফা বলেন, আমাদের সরকার মহামারি করোনার সাথে যুদ্ধ করে দেশের গরিব-দু:খিদের সহায়তা দিতে যখন হিম-শিম খাচ্ছেন, তখন চরাঞ্চলের বন্যা নতুন করে সমস্যার সৃষ্টি করেছে ।
তারা বলেন, স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম চরাঞ্চলের রাজনৈতিক নেতাদের সাথে ফোন করে সব সময় বানভাসিদের খোঁজ খবর নিচ্ছেন। তাঁর মতো জনদরদী আর দু’একজন নেতা পাশে থাকলে, কিংবা বিভিন্ন বে-সরকারী সংস্থা ও এনজিও-সহ এ দেশের বিরোধী রাজনৈতিক সংগঠন গুলো সাহায্যের হাত বাড়ীয়ে দিলে চরাঞ্চলের মানুষকে কোন সমস্যা পোহাতে হতো না।