ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সড়ক বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
প্রধান অতিথির বক্তেব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারা উপজেলা হচ্ছে পাশ্ববর্তী কয়েকটি জেলার কেন্দ্র স্থল। সে কারনে যোগাযোগ ব্যবস্থার দ্রæত উন্নয়ন প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে উন্নত হবে উপজেলা। বাগমারা দিয়ে অতি সহজে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা সহজ হবে। উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোতে থাকবে বাইপাস রোড়ের ব্যবস্থা। এতে একদিকে যেমন যানজট কমবে অন্যদিকে কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হবে। পাশাপাশি আঁকা-বাঁকা রাস্তা সোজাকরণ সহ প্রসস্থ করা হবে। রাস্তাঘাটের উন্নত হলে উপজেলার প্রত্যন্ত এলাকার যেকোন পণ্যদ্রব্য দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করা সম্ভব হবে। বাগমারায় তৈরি করা হবে অর্থনৈতিক জোন। এর ফলে বৃদ্ধি পাবে কর্মসংস্থান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সওজের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদকুল ইসলাম, নারায়নগঞ্জ সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক কে.এম. নূর-ই-আলম, রাজশাহী জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ মোঃ আসিফ, সওজের সার্ভেয়ার মিল্লাত হোসেন, ঠিকাদার মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।