মোহাম্মাদ রুহুল আমিন, দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটায় উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়নের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে কংক্রিটের দেয়াল তুলে চায়ের দোকান নির্মান করে চলেছে একটি স্বার্থন্বেসী মহল।এতে করে বিদ্যালয় সম্মুখে বখাটেদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত স্কুলে যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। এরআগে চলতি বছরের শুরুর দিকে স্কুলটির মুল গেইটের সামনে ওই সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মান শুরু করে কুচক্রী মহলটি। এনিয়ে গত ৯ ফেব্রুয়ারী বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনিক বাধায় ভেস্তে যায় ওই অবৈধ স্থাপনা নির্মান কাজ। কিন্তু মহামারী করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারনে প্রশাসনের নজর অন্যদিকে থাকায় কিছুদিন আগে আবারো স্কুলের সামনে চায়ের দোকান নির্মান করা হলে সেখানে প্রতিনিয়ত বসতে শুরু করে বখাটেদের আড্ডা। এঘটনায় উক্ত নির্মানাধীন চায়ের দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়ে সোমবার এলাকাবাসীর পক্ষে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।