দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা আবারও কোভিড-১৯ এ আক্রান্ত রোগীকে বিনামূল্যে অক্সিজেন ও ঘরহীন অসহায় পরিবারকে দিলেন নিজস্ব অর্থায়নে বসতঘর।(৫ আগস্ট) সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলফা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাস্বকষ্ট ভোগা দেবহাটা উপজেলার গাজীরহাট সাংবাড়িয়া এলাকায় রবিউল ইসলাম ও দেবহাটা সদরের বসন্তপুর গ্রামের মমতাজ বেগমের পরিবারের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নের সুশীলগাঁতী গ্রামের বসত ঘরহীন পরিবার শুকুর আলীর হাতে আলফার নিজস্ব অর্থায়নে তৈরী বসত ঘরের চাবি হস্তান্তর করেন। জানা যায়, এ পর্যন্ত জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা দুইশতাধিক কোভিড-১৯ এ আক্রান্ত রোগীকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও প্রায় অর্ধ-শতাধিকেরও বেশি বসত ঘরহীন পরিবারকে নিজস্ব অর্থায়নে বসতবাড়ী নির্মান করে দিয়েছেন। আলফা তার জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের ছয়টি ইউনিয়নের অসহায় গরীব করোনা রোগীদের নিজস্ব অর্থায়নে চিকিৎসা সেবা দেওয়া সহ লকডাউনে আটকে পড়া পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌছে দিয়ে যাচ্ছেন। এ সময় জেলা পরিষদ সদস্য আলফা যেসকল গ্রাম ডাক্তারগণ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা রোগী ভর্তি করে কমিশন বানিজ্য করছেন, তাদেরকে এই করোনা মহামারীর সময় এসব অসাধু ব্যবসা বন্ধ করার আহবান করেন। অক্সিজেন ও বসতঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা আশিকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।