ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
রাজশাহী বিভাগে করোনার টিকা গ্রহণ করেছে ৩১ হাজার ২৯৯ জন। বুধবার (৪ আগস্ট) রাতে রাজশাহী বিভাগীয় পরিচালকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৫৮ জন, নারী ১৩ হাজার ৯৪১ জন। বিভাগের রাজশাহী জেলায় টিকা নিয়েছে ৩ হাজার ৩২০ জন, এর মধ্যে পুরুষ এক হাজার ৭৪৪ জন নারী এক হাজার ৫৭৬ জন।
চাঁপাইনবাগঞ্জ জেলায় টিকা নিয়েছে দুই হাজার ৪১৩ জন, পুরুষ এক হাজার ৩৫৩ জন নারী এক হাজার ৬০ জন। নাটোরে ৩ হাজার ৯৮১ জন পুরুষ দুই হাজার ২৫৩ জন নারী এক হাজার ৭২৮ জন। নওগাঁয় ৩ হাজার ৯৪১ জন পুরুষ দুই হাজার ১৪০ জন নারী এক হাজার ৮০১ জন। পাবনায় ৬ হাজার ২৮৮ জন পুরুষ ৩ হাজার ৪৫৯ জন নারী দুই হাজার ৮২৯ জন।
সিরাজগঞ্জে ৩ হাজার ৭৩৫ জন, পুরুষ দুই হাজার ৫৩ জন নারী এক হাজার ৬৮২ জন। বগুড়ায় ৫ হাজার ৫০৩ জন, পুরুষ ৩ হাজার ১১২ জন নারী ২ হাজার ৩৯১ জন। জয়পুরহাটে দুই হাজার ১১৮ জন, পুরুষ এক হাজার ২৪৪ জন নারী ৮৭৪ জন। অন্যদিকে রাজশাহী সিটি কপোরেশন এলাকায় টিকা নিয়েছে ৪ হাজার ৫৩০ জন, পুরুষ দুই হাজার ২৭১ জন নারী ২ হাজার ২৫৯ জন।