ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
দ্বিতীয় দফায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজশাহী বিভাগে টিকা পেয়েছেন মোট ২০ হাজার ২৬৬ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ১২১ জন ও নারী ৯ হাজার ১৪৫ জন। বিভাগের রাজশাহী জেলায় টিকা নিয়েছে এক হাজার ৮১০ জন, পুরুষ ১০২৯ ও ৮৭১ জন নারী।
চাঁপাইনবাগঞ্জে এক হাজার ৬৬৯ জন পুরুষ ৯৩৩ জন ও নারী ৭৩৬ জন। নাটোরে দুই হাজার ৪৮৩ জন পুরুষ এক হাজার ২৯৫ জন ও নারী এক হাজার ১৮৮ জন। নওগাঁয় দুই হাজার ৭৮৭ জন পুরুষ এক হাজার ৪৯৯ জন ও নারী এক হাজার ২৮৮ জন। পাবনায় ৪ হাজার ৭ জন পুরুষ দুই হাজার ২১২ জন ও নারী এক হাজার ৭৯৫ জন।
সিরাজগঞ্জে দুই হাজার ৪০৫ জন পুরুষ এক হাজার ৩০৯ জন ও নারী এক হাজার ৯৬ জন। বগুড়ায় ৪ হাজার ৭২ জন পুরুষ দুই হাজার ৩০৪ জন ও নারী এক হাজার ৭৬৮ জন। জয়পুরহাটে এক হাজার ৩৩ জন পুরুষ ৫৪০ জন ও নারী ৪৯৩ জন। এদিকে (১৬ জুলাই শুক্রবার) ছুটির দিন থাকায় আজ বন্ধ রয়েছে টিকাদান। আগামীকাল (১৭ জুলাই শনিবার) আবারো টিকাদান কর্মসূচি চলবে।