স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে চতুর্থবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশরা। আর অজিরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৭১ রানে। শিরোপা নির্ধারনী ম্যাচে রোববার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি দল দুটি।
প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪২ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৬ রান করেন আলিসা হিলি। জবাবে ৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ভারত আগে ব্যাট করতে ১৯.৩ ওভারে ১১২ রান গুটিয়ে ছিল ভারত। ইংল্যান্ডের হেথার নাইট ৯ রানে নেন ৩ উইকেট। জবাবে ১৭ বল আর ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত ইংলিশ নারীরা। অ্যামি জোন্স ৫৩ ও নাতালি সিভার ৫২ রানে অপরাজিত ছিলেন। তাতে বিশ্বকাপের স্বপ্নভঙ হয় ভারতের।