জুলকার নাইন, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতি করার সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া-জামবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে এক ভ্যানচালককে গাছের সাথে বেঁধে তার ভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে ধরে ফেলে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হল-শিবগন্জ উপজেলার মুসলিমপুর গ্রামের মৃত সাজাহান আলীর ছেলে শরিফুল (১৯) ও একই উপজেলার রাঘবপুর গ্রামের মৃত লাইসউদ্দিনের ছেলে তরিকুল (৩০)।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হবে।