মিহিরুজ্জামান , সাতক্ষীরা
সাতক্ষীরায় জতীয় নিরাপত্তাগোয়েন্দা(এনএসআই) ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নকল কসমেটিকস্সহ এক যুবককে আটক করা হয়েছে।গোপন সংবাদে ভিত্তিতে শহরের মুনজিতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নকল কসমেটিকস উদ্ধার করা হয়।আটক যুবকের নাম ফয়সাল হোসেন (২৩) কে। সে মুনজিতপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র।সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মহসীন হোসেন জানান, এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার নকল কসমেটিকসসহ যুবক ফয়সালকে আটক করা হয়।আটক যুবক এসব পণ্য ঢাকার চক বাজার থেকে কমমূল্যে ক্রয় করে নিয়ে আসেন। পরে বিভিন্ন কোম্পানির লেবেল মেরে বাজারে বিক্রয় করে আসছিলেন। এ সময় তার কাছ থেকে নকল ওলিভওয়েল, গোলাপ পানি, জনসন বেবি পাউডার, বেবি ওয়েল, বডি স্প্রেসহ প্রায় ২০ প্রকারের নকল কসমেটিকস উদ্ধার করা হয়।