ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সাতক্ষীরার সুন্দরবন থেকে চার শ কেজি কাঁকড়া আটক 

মিহিরুজ্জামান , সাতক্ষীরা
সাতক্ষীরার সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ীর সদস্যদের যৌথ অভিযানে সুন্দরবন থেকে আশা চার শ কেজি অবৈধ কাঁকড়া আটক করে বলে যানান কলাগাছিয়া বন টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ।তিনি আরো জানান,  রবিবার রাতে সুন্দরবন থেকে নিষিদ্ধ কাঁকড়ার নৌকা আসবে এমন সংবাদের ভিত্তিতে আমারা বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ীর সদস্যরা মিলে সুন্দরবন থেকে আশা এ কাঁকড়া  ও একটি নৌকা আটক করতে সংক্ষম হয়। তবে আটক কৃত কাঁকড়া সোমবার সকালে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার নদিতে অবমূক্ত করা হয়। আটক কৃত কাঁকড়ার মূল্য আনমানিক ১লাখ বিশ হাজার টাকা মাত্র।
Tag :
আপলোডকারীর তথ্য

আনুমানিক ০৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সাতক্ষীরার সুন্দরবন থেকে চার শ কেজি কাঁকড়া আটক 

আপডেট টাইম : ১২:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
মিহিরুজ্জামান , সাতক্ষীরা
সাতক্ষীরার সুন্দরবনের কলাগাছিয়া এলাকা থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও কলাগাছিয়া বন টহল ফাঁড়ীর সদস্যদের যৌথ অভিযানে সুন্দরবন থেকে আশা চার শ কেজি অবৈধ কাঁকড়া আটক করে বলে যানান কলাগাছিয়া বন টহলফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ।তিনি আরো জানান,  রবিবার রাতে সুন্দরবন থেকে নিষিদ্ধ কাঁকড়ার নৌকা আসবে এমন সংবাদের ভিত্তিতে আমারা বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ীর সদস্যরা মিলে সুন্দরবন থেকে আশা এ কাঁকড়া  ও একটি নৌকা আটক করতে সংক্ষম হয়। তবে আটক কৃত কাঁকড়া সোমবার সকালে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার নদিতে অবমূক্ত করা হয়। আটক কৃত কাঁকড়ার মূল্য আনমানিক ১লাখ বিশ হাজার টাকা মাত্র।