স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের পর এক সপ্তাহ না যেতেই আরেকটি হোম সিরিজের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দেড় মাসের সফরে ক্যারিবিয়ানরা তিন ফরম্যাটেই টাইগারদের বিরুদ্ধে খেলবে। দু’দলের ২২ গজের লড়াইটা শুরু হবে টেস্ট ক্রিকেট দিয়ে। আগামীকাল সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। সর্বশেষ টেস্ট সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে ১-১ এ ড্র করেছিল বাংলাদেশ। তবে সেই সিরিজে খেলেননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তামিম না থাকলেও চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব। আগামীকাল প্রথম টেস্টে এই বাঁহাতি অলরাউন্ডারই নেতৃত্ব দিবেন বাংলাদেশের। এর আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেই শেষ টেস্ট খেলেছিলেন সাকিব।