ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো
সারাদেশে করোনা সংক্রমণ রোধে জারি করা ‘কঠোর বিধিনিষেধ‘ মানার চতুর্থ দিন আজ।
কঠোর লকডাউন না মেনে বাইরে ঘুরে বেড়ানোর কারণে রাজশাহী নগরীতে রাস্তায় দাঁড় করিয়ে চারজন যুবককে শাস্তি দিয়েছেন রাজশাহী জেলা প্রসাশনের মোবাইল কোর্ট।
(৪ জুলাই) রোববার দুপুরে রাজশাহী নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসায় পুলিশ ও আনসার ব্যাটেলিয়নের সদস্যরা। আর এসব মনিটরিং করেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক আবু আসলাম।
জানা গেছে, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট সকাল থেকে দুপুর একটা পর্যন্ত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১৩ জনকে ৪১শ টাকা জরিমনা করেন। এছাড়াও নানান মিথ্যা অজুহাতে বের হওয়া চারজন যুবকে রাস্তায় এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে শাস্তি প্রদান করা হয়।
এ বিষয়ে রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক আবু আসলাম জানান,আমার কাউকে শাস্তি প্রদান করতে চাচ্ছি না। আমারা মানুষকে সচেতন করতে চাই। দেখেন করোনা ভয়ংকার রুপ ধারণ করেছে। এখন মানুষ যদি সর্তক না হয় তাহলে পরিস্থিতি শামাল দেওয়া যাবেনা । অনন্ত নিজ পরিবার সমাজ ও দেশের কথা চিন্তা করে। এই লকডাউনের সময়টি অনন্ত বাড়িতে থাকতে হবে সকলকে। তাহলে আমার দ্রæত আগের অবস্থানে যেতে পারবো।
এর আগে শনিবার দুপুর ২টা পর্যন্ত মোট ১৪৬টি মামলা থেকে ১ লাখ ৫২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।