আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি
আজ রোববার (১৪ জুলাই) দুপুরে শহরের চকদেব জনকল্যাণ স্কুল সংলগ্ন পার্কপাড়া এবং হঠাৎ পাড়ায় ১০০ পরিবার এবং পার-নওগাঁ ধোপাপাড়া হাজীপাড়া, ঢাকাইয়া পট্টিতে ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ৫ কেজি ডাল, ৩ কেজি আটা,১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও সাবান ২ টি সহ প্রায় ২২ কেজি খাদ্য সামগ্রী ও একটি টি-শার্ট প্রদান করা হয়।
এসময় বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক হিসাবে সৈকত হোসেন, রাসেল আহমেদ, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এম এম রাসেল, সেন্টু আনসারী, তোফাজ্জল হোসেন মল্লিক বাবু, আসিফ উল ইসলাম রানা, পলাশ মাহমুদ, আরিফ বিল্লাহ, সাদিয়া আক্তার , হাদি মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ জুলাই শনিবার শহরের দূর্গাপুরের জিয়ানীপাড়া, হাজীপাড়া, হিন্দুপাড়া, সরকার পাড়া সহ চকদেব জনকল্যাণ মহল্লায় ৪শ পরিবারের প্রত্যেককে চাল, ডাল, আটা, লবণ ইত্যাদি ২২ কেজি পরিমান খাদ্য সামগ্রী প্রদান করা হয়।#