আন্তর্জাতিক ডেস্ক : গতকাল রবিবার শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার লড়াইয়ের অবসানে এ বৈঠকের লক্ষ্য।গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত ও তার স্থলে মাহিন্দা রাজাকসেকে নিয়োগ দিলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।
তিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংকটের অবসান এবং পার্লামেন্টের কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে এ বৈঠক ডেকেছেন বলে বিবৃতিতে বলা হয়।
এদিকে বিক্রমাসিংহে বলেছেন, শ্রীলংকায় স্থিতিশীলতা দরকার। এজন্যে ব্যক্তিত্বের সংঘাত সত্ত্বেও তিনি সিরিসেনার সাথে কাজ করতে প্রস্তুত।
বিক্রমাসিংহ তার বরখাস্তকে না মেনে নিয়ে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে আসছেন। এদিকে পার্লামেন্ট রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা পাশ করেছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, পার্লামেন্টে আজ প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের এক বৈঠকে সভাপতিত্ব করবেন।