মজনুর রহমান আকাশ, মেহেরপুর
১১/০৬/২০২১ ইং মেহেরপুরের গাংনী- হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ গ্রামের পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রংমিস্ত্রী শাকিল আহমেদ (২৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
নিহত শাকিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে।
আহতরা হলেন গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), হেমায়েতপুর গ্রামের ইনারুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২১), হাটুভাঙ্গা গ্রামের জামিরুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৮)।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, শাকিল ও রাশেদুল ইসলাম গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন আর সাব্বির হোসেন ও ইমরান হোসেন গাংনীর দিকে আসছিলেন। মালশাদহ মাঠের মধ্যে একটি পাখিভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সকলেই আহত হন। স্থানীয়রা আহতদেরকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। দূর্ঘটনার শিকার মোটরসাইকেল দুটি উদ্ধার করে গাংনী থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি।