ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বদলগাছীতে পারিবারিক জমি বিক্রয় কেন্দ্র করে মেয়ে মরল বিষের টেবলেট খেয়ে মা মরল রশিতে ঝুলিয়ে

এনামুল কবীর এনাম, নওগাঁ জেলা

 

বদলগাছীতে পারিবারিক জমি বিক্রয় কেন্দ্র করে মেয়ে মরল বিষের টেবলেট খেয়ে মা মরল রশিতে ফাঁস দিয়ে নিজ বাড়িতে। জানা যায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্ৰামের লবীন উদ্দিন বার্ধক্য জনিত কারণে নিজের সমদয় সস্পত্তি আদরের মেয়ে লতা পারভীন ও ছেলে আঃ লতিফ কে রেজিস্ট্রী করে দেন। একই গ্ৰামের ইসমাইল হোসেনের ছেলে সুলতানের সঙ্গে লতা পারভীন ২৯এর বিয়ে হয়। লতা পারভীন তার ছেলের চাকুরীর জন্য পিতার রেজিষ্ট্রী দেওয়া জমি বিক্রয় করতে চাইলে মা হাসনা বানু বলে বাবা মা বেঁচে থাকতে জমি বিক্রয় করতে বাধা দিতো।ছেলের চাকুরীর টাকা জোগাড় করতে অপারকতা সহ স্বামী সুলতানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে লতা পারভীন গত ৭জুন রাত সাড়ে নয় টায় বিষের টেবলেট খায়। অবস্থা বেগতি দেখে রাত ১০টায় প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার বেগতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এবং সেই খানে তার মৃত্যু হয়। রাত ২টায় লতা পারভীনের লাশ হাসপাতাল থেকে দেউলিয়া গ্ৰামে আনা হলে মেয়ে লতা পারভীনের লাশ দেখে মা হাসনা বানু নিজের বাড়িতে গিয়ে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্ম্যহত্যা করেন। লাশ দুটি রাতেই মাটি দেওয়ার চেষ্টা হলে গ্ৰামের কতিপয় স্বচেতন মহলের বাঁধা মুখে কবরস্থ করতে পারে নাই। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে উক্ত গ্ৰাম থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশের এ, এসপি,টি এম মাইনুল ইসলাম সহ থানার ইনচার্জ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে বিষয় টি এলাকায় তোলপাড় চলছে। স্থানীয় স্বচেতন মহল জানান স্বাধীন বাংলাদেশে আজ চাকরির টাকার জন্য অর্থ সস্পদ সহ জীবন দিতে হচ্ছে। নওগাঁ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ্য সাংবাদিকদের জানান এই প্রবণতা থেকে বাংলাদেশ সরকারের সঠিক ভুমিকা পালন করতে হবে।যাতে চাকুরীর জন্য এই আর কাউকে মৃত্যুর কলহে লিপ্ত না হতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

বদলগাছীতে পারিবারিক জমি বিক্রয় কেন্দ্র করে মেয়ে মরল বিষের টেবলেট খেয়ে মা মরল রশিতে ঝুলিয়ে

আপডেট টাইম : ১২:৪০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

এনামুল কবীর এনাম, নওগাঁ জেলা

 

বদলগাছীতে পারিবারিক জমি বিক্রয় কেন্দ্র করে মেয়ে মরল বিষের টেবলেট খেয়ে মা মরল রশিতে ফাঁস দিয়ে নিজ বাড়িতে। জানা যায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্ৰামের লবীন উদ্দিন বার্ধক্য জনিত কারণে নিজের সমদয় সস্পত্তি আদরের মেয়ে লতা পারভীন ও ছেলে আঃ লতিফ কে রেজিস্ট্রী করে দেন। একই গ্ৰামের ইসমাইল হোসেনের ছেলে সুলতানের সঙ্গে লতা পারভীন ২৯এর বিয়ে হয়। লতা পারভীন তার ছেলের চাকুরীর জন্য পিতার রেজিষ্ট্রী দেওয়া জমি বিক্রয় করতে চাইলে মা হাসনা বানু বলে বাবা মা বেঁচে থাকতে জমি বিক্রয় করতে বাধা দিতো।ছেলের চাকুরীর টাকা জোগাড় করতে অপারকতা সহ স্বামী সুলতানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে লতা পারভীন গত ৭জুন রাত সাড়ে নয় টায় বিষের টেবলেট খায়। অবস্থা বেগতি দেখে রাত ১০টায় প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার বেগতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এবং সেই খানে তার মৃত্যু হয়। রাত ২টায় লতা পারভীনের লাশ হাসপাতাল থেকে দেউলিয়া গ্ৰামে আনা হলে মেয়ে লতা পারভীনের লাশ দেখে মা হাসনা বানু নিজের বাড়িতে গিয়ে রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্ম্যহত্যা করেন। লাশ দুটি রাতেই মাটি দেওয়ার চেষ্টা হলে গ্ৰামের কতিপয় স্বচেতন মহলের বাঁধা মুখে কবরস্থ করতে পারে নাই। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে উক্ত গ্ৰাম থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশের এ, এসপি,টি এম মাইনুল ইসলাম সহ থানার ইনচার্জ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে বিষয় টি এলাকায় তোলপাড় চলছে। স্থানীয় স্বচেতন মহল জানান স্বাধীন বাংলাদেশে আজ চাকরির টাকার জন্য অর্থ সস্পদ সহ জীবন দিতে হচ্ছে। নওগাঁ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ্য সাংবাদিকদের জানান এই প্রবণতা থেকে বাংলাদেশ সরকারের সঠিক ভুমিকা পালন করতে হবে।যাতে চাকুরীর জন্য এই আর কাউকে মৃত্যুর কলহে লিপ্ত না হতে হয়।