মো: রেজাউল ইসলাম, রামপাল বাগেরহাট
রামপালে গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মাদকসহ আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর বাজার এলাকায় একব্যক্তি মাদক বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ওই অভিযান চালায় পুলিশ। এ সময় গৌরম্ভা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই মোঃ আলাউদ্দিন ও মিল্টন মাহমুদকে প্রসাদনগর বাজারে দেখা মাত্র ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক বিক্রির দায়ে পুলিশ তাকে আটক করে। আটক কৃত ব্যক্তি প্রসাদনগর গ্রামের মোঃ আমজাদ আলী শেখের পুত্র মোঃ ওলি শেখ। ওলি শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।