ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :
রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিনদিন ব্যাপী আইন-শৃংঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী প্রশিক্ষন সনদ পত্র ও বাই সাইকেল বিতরন করা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩জুন বৃহস্পতিবার হতে ৫জুন শনিবার ২০২১ পর্যন্ত দুর্গাপুর উপজেলা প্রশাসনের আযােজনে ও জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর সহযোগীতায় উপজেলা হলরুমে তিনদিন ব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য আইন- শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সের ৫জুন শনিবার অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষন কোর্সের সমাপনী বক্তব্য শেষে প্রশিক্ষন গ্রহনকারী ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে প্রশিক্ষন সনদ পত্র ও বাই সাইকেল বিতরন করা হয়।