উৎপল ঘোষ(ক্রাইম রিপোর্টার ) যশোরঃ যশোর শিল্প বন্দর নওয়াপাড়ার নোনা ঘাটে ৪টি বসত ঘরসহ গৃহপালিত ছয়টি গর্ভবতী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে নওয়াপাড়ার রেল ষ্টেশন এলাকার নোনা ঘাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্ত বাবুল উদ্দিন,মেহেরুন ও আনোয়ারা জানান,শনিবার রাত আনুমানিক ২টার দিকে ঘাট শ্রমিক মেহেরুনের গৃহপালিত পশু ছাগলের ঘরে আগুনের ফুলকি দেখা যায়। আগুনের ফুলকি ন্দ্রূত ছড়িয়ে পড়লে পাশাপাশি চারটি ঘরও পুড়ে যায়।
এ সময় তাদের বসত ঘরে থাকা চেয়ার,টেবিল, ফ্রিজ,টেলিভিশন আসবাবপত্র,বস্ত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও বেশি কষ্ট পেয়েছি ৬টি গর্ভবতী ছাগল পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি আগুনে তাদের প্রায় ১০ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার খান এহসান উল- আলম জানান,খবর পেয়ে আমরা ঘটস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।চারটি বসত ঘর ও ৬টি গৃহপালিত ছাগল পুড়ে মারা গেছে।
প্রাথমিক ধারণায় আগুনের সুত্রপাত মশার কয়েল,চুলার আগুন কিংবা সিগারেটের আগুন হতে পারে। আগুনে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ শিরোনাম :
যশোর নওয়াপাড়ায় আগুনে পুড়ে ধ্বংস হল ৪ টি বসত ঘর : প্রাণ হারালো ছয়টি গর্ভবতী ছাগল
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- ১৯৮ বার পড়া হয়েছে
Tag :