মোঃ আব্দুল আজিম, দিনাজপুর : যথাযোগ্য মর্যাদায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল সাড়ে ৯টায় শিক্ষা বোর্ড প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল ১০টায় শিক্ষাবোর্ড সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। পাকিস্তানি শাসনের শৃঙ্খল থেকে স্বাধীনতা ঘোষণার সেই গৌরব ও অহংকারের দিন ২৬ মার্চ। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে। একান্তই সত্য যে, দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসারসহ গৌরব ও অহংকারের দেশই হচ্ছে বাংলাদেশ। আসুন, আমরা স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তীতে প্রতিজ্ঞা করি আমরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকার, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীসহ অনেকে।
আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর স্বাধীনতা’র সুবর্ণ জয়ন্তী ও স্বাধীনতার ৫০ বছর কে স্মৃতিময় করে রাখতে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক।
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মৃতিময় করে রাখতে দিনাজপুর শিক্ষাবোর্ডে সম্মাননা স্মারক প্রদান
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- ১৮৩ বার পড়া হয়েছে
Tag :