নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও(ময়মনসিংহ):
ময়মনসিংহের গফরগাঁওয়ে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
মঙ্গলবার সকালে হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের হল রুমে লংগাইর ইউনিয়ন পরিষদ এ বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,পাগলা থানার অফিসার ইন চার্জ (ওসি) রাশেদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংগাইর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নিজাম সরদার,ইউপি সদস্য মাহবুবুল আলম রুবেল ঢালী,মকবুল হোসেন,মহিলা ইউপি সদস্য রেহেনুমা তারান্নুম দিতি,আব্দুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল কাদির,প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
চা চক্রের টাকা বাঁচিয়ে ১০জন অটিস্টিক ও পক্ষাগাতগ্রস্থদের মাঝে হুইল চেয়ার ও ২০ জন মহিলাকে সাবলম্বি করতে এলজি এসপি ৩ প্রকল্প হতে সেলাই মেশিন দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, এলজি এসপি-৩ প্রকল্পের অধীনে মহিলাকে স্বাবলম্বি করতে সেলাই মেশিন বিতরণ করে ও চা চক্রের যে খরচ হতো তা বাঁচিয়ে অটিস্টিক ও পক্ষাগাতগ্রস্থদের মাঝে হুইল চেয়ার দিতে পেরে আমি মানসিক ভাবে প্রশান্তি পাচ্ছি।