ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে গুলি, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ৩টি এশীয় পার্লারে গুলির ঘটনায় অন্তত ৮ জন নারী মারা যাওয়ার পর পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আহত হয়েছে অন্তত ৫ জন। গুলিতে ঘটনাস্থলে দুইজন, হাসপাতালে নেওয়ার সময় আরো দুই জন মারা যায়। সিএনএন

চেরোকি কাউন্টির পুলিশ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান,স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চেরোকি কাউন্টিতে ইয়াং এশিয়ান ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় চার জন নিহত ও এক জন আহত হয়। নিহতদের মধ্যে দুই এশীয় নারী, এক শ্বেতাঙ্গ নারী ও এক জন পুরুষ রয়েছেন।
এদিকে নিহতদের মধ্যে ৬ জন এশিয়ান নারী রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, আটলান্টার পুলিশ কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে একটি ম্যাসাজ পার্লারে ডাকাতির খবর পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পাশাপাশি দুটি ম্যাসাজ পার্লারে গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারে। এর মধ্যে একটি পার্লারে তিনজন এবং অপর একটিতে এক নারী গুলিতে নিহত হয়েছেন।

বেকার আরো বলেন, অ্যাওয়ার্থের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি ধরা পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চেরোকি কর্মকর্তারা উডস্টকের ২১ বছর বয়সের রবার্ট অ্যারন লংয়ের ছবি প্রকাশ করেছেন।

তিনি বলেন, উডস্টকের সন্দেহভাজন রবার্ট অ্যারন লংকে আটলান্টা থেকে প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দক্ষিণে ক্রিসপ কাউন্টি থেকে আটক করা হয়েছে।

ক্যাপ্টেন জে বেকার জানান, তিনটি হামলাতেই রবার্ট আরন জড়িত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে গুলি, নিহত ৮

আপডেট টাইম : ০১:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ৩টি এশীয় পার্লারে গুলির ঘটনায় অন্তত ৮ জন নারী মারা যাওয়ার পর পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আহত হয়েছে অন্তত ৫ জন। গুলিতে ঘটনাস্থলে দুইজন, হাসপাতালে নেওয়ার সময় আরো দুই জন মারা যায়। সিএনএন

চেরোকি কাউন্টির পুলিশ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান,স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চেরোকি কাউন্টিতে ইয়াং এশিয়ান ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় চার জন নিহত ও এক জন আহত হয়। নিহতদের মধ্যে দুই এশীয় নারী, এক শ্বেতাঙ্গ নারী ও এক জন পুরুষ রয়েছেন।
এদিকে নিহতদের মধ্যে ৬ জন এশিয়ান নারী রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, আটলান্টার পুলিশ কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে একটি ম্যাসাজ পার্লারে ডাকাতির খবর পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পাশাপাশি দুটি ম্যাসাজ পার্লারে গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারে। এর মধ্যে একটি পার্লারে তিনজন এবং অপর একটিতে এক নারী গুলিতে নিহত হয়েছেন।

বেকার আরো বলেন, অ্যাওয়ার্থের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি ধরা পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চেরোকি কর্মকর্তারা উডস্টকের ২১ বছর বয়সের রবার্ট অ্যারন লংয়ের ছবি প্রকাশ করেছেন।

তিনি বলেন, উডস্টকের সন্দেহভাজন রবার্ট অ্যারন লংকে আটলান্টা থেকে প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) দক্ষিণে ক্রিসপ কাউন্টি থেকে আটক করা হয়েছে।

ক্যাপ্টেন জে বেকার জানান, তিনটি হামলাতেই রবার্ট আরন জড়িত ছিল।