চলে গেলেন মার্বেল কমিক্সের স্রষ্টা স্ট্যান লি৷ গতকাল সোমবার শিকাগোর শিনাই মেডিক্যাল সেন্টারে মারা যান তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর৷ বিগত বেশ কয়েক বছর ধরেই কঠিন বার্ধক্যজনীত রোগে ভুলছিলেন তিনি৷ চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল৷ এদিন স্ট্যান লির মৃত্যুর খবর নিশ্চিৎ করেন লি কন্যা জেসি৷
কালজয়ী সব কমিক্সের স্রষ্টা লি৷ তার সৃষ্ট বইয়ের পাতার সব চরিত্র আপনা হতেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল৷ আজও কমিক্সের কথা বললে মানুষের মুখে ফেরে আয়রনম্যান, স্পাইডারম্যান, ব্ল্যাকপ্যানথার, হাল্ক৷
১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির। স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের স্রষ্টা তিনি। শুধু লেখালেখি নয়, এমসিইউ ফিল্মে ক্যামিও’র চরিত্রে অভিনয় করেন লি।
মার্ভেল কমিক্স মূলত অনিমানবীয় চরিত্র স্পাইডারম্যান, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, আয়রনম্যান, দ্য হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা, এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের জন্য বিখ্যাত।