আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। এবার মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। তবে এ ফরম জমা দেয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার বিকেল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ১২ ও ১৩ নভেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন আগ্রহীরা। মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই কার্যালয়ে জমা দিতে পারবেন।
এর আগে গতকাল রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। তবে নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোট।