বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। তারা কেন্দ্রীয় হতে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। কোনো বিশৃঙ্কলাকারীর স্থান বাংলাদেশ ছাত্রলীগে নেই।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আল নাহিয়ান খান জয় বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা বলে শেষ করা যাবে না।
করোনার মহাদুর্যোগে ছাত্রলীগের সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ছাত্রলীগ সেই সময়ে মেহানতী মানুষের ঘরে ঘরে শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি।
রাজশাহী মহানগর ছাত্রলীগের ১২তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।