আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার নতুন প্রকোপ শুরু হওয়ায় সৌদি আরব আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ শনাক্তের পরে সৌদি সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিয়েছে।
তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।