আন্তর্জাতিক ডেস্ক : ইরানে তুষার ঝড়ে অন্তত ১০ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
দেশটির রাজধানী তেহরানের উত্তরে আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এতথ্য নিশ্চিত করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। তারা ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করেছে। তবে নিখোঁজ হন সাত আরোহী।
এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দেন উদ্ধারকারীরা। রবিবার আবারও উদ্ধার তৎপরতা চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রমের প্রধান মেহদী ভালিপুর জানান, তুষারপাতের ঘটনায় পাহাড়ে ৯ জন মারা যান। আর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
জানা গেছে, তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা আরোহীদের জন্য খুব পছন্দের স্থান। কিন্তু গত কয়েকদিন হলো সেখানে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তবে এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল।