আলোর জগত ডেস্ক: পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১১ ও ১২ নম্বর পিলারের ওপর ৪০তম স্প্যানটি বসানো হয়েছে। এতে করে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার।
শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর ৪০তম স্প্যান ‘টু-ই’ সফলভাবে স্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।
এখন আর ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসানো হলেই ৬ হাজার ১৫০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে।